শীতে আসছে বাহারি টপস।
শহরের বাতাসে অনুভূত হচ্ছে হালকা শীতল বাতাসের পরশ। আর কয়েক দিন পাড়ি দিলেই হয়তো যান্ত্রিক শহরে ঘিরে ধরবে হিম হিম কুয়াশা। অলি-গলি, চায়ের দোকান, রেস্টুরেন্টে আরও তৈরি হ জমে উঠবে তরুণ-তরুণীদের আড্ডা কিংবা অফিস, ক্লাস শেষ করে কিছুটা সময় কেটে যাবে হিমেল হাওয়ায়। তখন নজর কেড়ে নেবে শীতের পোশাকে। ট্রেন্ড ধরে রেখে কে কীভাবে নিজেকে ফ্যাশনেবল করে তুলছেন, তা একটু হলেও সবাই দেখে নেবেন।
টপসও কুর্তি- দুটিই বছরজুড়ে আরামদায়ক পোশাক হয়ে থাকে। প্যান্ট, সালোয়ার, ধুতি, পালাজ্জো- সবকিছুর সঙ্গেই সুন্দর করে মানিয়ে যায়, পরিবর্তন শুধু কাপড় ও ডিজাইনে। বর্তমানে তরুণীদের পোশাকে মিক্স অ্যান্ড ম্যাচের আধিপত্য থাকে। ফলে পোশাকের ধরন বদলেছে। তাই সিঙ্গেল কুর্তি-বা টপসএখন জনপ্রিয়তায় তুঙ্গে।
শীতের দিনে পাতলা উলের টপসগুলো বেশ প্রাধান্য পেয়ে থাকে। একরঙা বা কয়েকটি রঙের শেডের এসব টপস মানিয়েও যায় জিন্সের সঙ্গে। এ জন্য শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে ব্র্যান্ডেড শোরুম ‘সারা’ এবার নিয়ে এসেছে সাশ্রয়ীমূল্যে উন্নতমানের নানা ডিজাইন ও রঙের শীতকালীন পোশাক। অফিস বা ইউনিভার্সিটির ক্লাস করতে শীতে বেছে নিতে পারেন হালকা মিডিয়াম বা লং কুর্তি, জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে লং সোয়েটার। আর প্যান্টের সঙ্গে টপস পছন্দ হলে মানিয়ে নিতে পারেন জ্যাকেট ও শর্ট সোয়েটার।
Source: amader somoy